Welcome to National Portal
বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাগত বার্তা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগত।

দেশে বিদ্যমান বিভিন্ন পরীক্ষাগার, সনদপ্রদানকারী সংস্থা, পরিদর্শন সংস্থা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন আইন, ২০০৬ অনুযায়ী বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) প্রতিষ্ঠিত হয়।জাতীয় মান অবকাঠামো উন্নয়নে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে বিএবি দেশে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাযুজ্য নিরূপণ পদ্ধতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে।

বিএবি Asia Pacific Accreditation Cooperation (APAC) এবং International Laboratory Accreditation Cooperation (ILAC) এর সাথে পারস্পরিক স্বীকৃতি ব্যবস্থা (Mutual Recognition Arrangement MRA) স্বাক্ষর করেছে। বিএবি এ্যাক্রেডিটেড প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পণ্য ও সেবার গুণগত মান সনদ বা পরীক্ষণ রিপোর্ট বিশ্বব্যাপি গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এতে করে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার অবস্থান সুসংহত হচ্ছে।

যোগাযোগের ঠিকানা

 

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)
শিল্প মন্ত্রণালয় ভবন (ষষ্ঠ তলা)
৯১, মতিঝিল বা/এ
ঢাকা-১০০০।
ফোনঃ+৮৮-০২-৯৫১৩২২১
ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫১৩২২২
ই-মেইলঃ info@bab.gov.bd