Wellcome to National Portal
বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ ডিসেম্বর ২০২৪

এ্যাক্রেডিটেশন মার্ক

এ্যাক্রেডিটেশন মার্কঃ

বিএবি লোগো হচ্ছে বিএবি’র একটি অনন্য গ্রাফিক সনাক্তকরণ প্রতীক বিএবি যার মালিকানার অধিকারী এবং এটার ব্যবহারের স্বত্ত্ব রয়েছে। জাতীয় প্রতীক শাপলা এর মধ্যে রয়েছে যা সরকারী স্বীকৃতিকে বহন করে এবং বিএবি কর্তৃক জাতিকে সেবা প্রদানের ম্যান্ডেট প্রাপ্তির প্রতীক। এর মধ্যে সবুজ অংশ সুখী -সমৃদ্ধ -সুন্দর বাংলাদেশ গড়ার বিষয়ে বিএবির প্রত্যয় ব্যক্ত করে।

বিএবি’র এ্যাক্রেডিটেশন মাক, যার মালিকানা বিএবি’র উপর ন্যস্ত, তা হ’ল বিএবি’র লোগো, সনদপত্রের নম্বর এবং সংশ্লিষ্ট স্ট্যান্ডাড এর সমন্বয়, যেখানে টিক মাকটি এ্যাক্রেডিটেশনে অতিরিক্ত গুরুত্ব প্রদান করেছে। মাকটির ধুসর বন বিভিন্ন বিষয়ে সাড়া প্রদানের সক্ষমতা প্রকাশ করছে।

এ্যাক্রেডিটেড প্রতিষ্ঠান গুলোকে তাদের প্রতিবেদন ও সনদপত্রে এ্যাক্রেডিটেশন মাক ব্যবহারে বিএবি জোরদারভাবে উৎসাহ প্রদান করে। বিএবি’র বিধিমালা দ্বারা লোগো ব্যবহারের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে লোগো ও মার্কের অপব্যবহার, অপপ্রয়োগ বা বিভ্রান্তি করা যাবে না ।