১। আবেদনের ধরন নির্বাচনঃ
টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাব (ISO/IEC 17025)
মেডিকেল ল্যাব (ISO 15189)
পরিদর্শন সংস্থা (ISO/IEC 17020)
সনদ প্রদানকারী সংস্থা (ISO/IEC 17021/17065/17024)
২। এ্যাক্রেডিটেশন সম্পর্কিত সাধারন তথ্যাবলি বিষয়ে অবগত হওয়া;
৩। বিএবি পি টি পলিসি, বিএবি ট্রেসেবিলিটি পলিসি বিষয়ে অবগত হওয়া (প্রযোজ্য ক্ষেত্রে);
৪।ম্যানেজমেন্ট রিভিউ , ইন্টারনাল অডিট, এ্যাক্রেডিটেশন টার্মস অ্যান্ড কন্ডিশনস, বিবাদ ও আপীল সম্পর্কিত, গোপনীয়তা, এবং নিরপেক্ষতা ও স্বার্থ সংঘাত বিষয়ক বিএবি প্রসিডিউর সম্পর্কে অবগত হওয়া;
৫। প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আবেদনপত্র পূরন;
৬।আবেদনের ধরন অনুযায়ী ফি শিডিউল মোতাবেক ফি পরিশোধের ব্যবস্থা গ্রহণ;
৭।আবেদনপত্রে চাহিত সকল তথ্য, ডকুমেন্টস এবং ফি পরিশোধের প্রমানকসহ আবেদনপত্র বিএবিতে জমাদান।